Ad Code

Responsive Advertisement

অ্যালিয়াম সিপা Allium Cepa

হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালিয়াম সিপা সর্ম্পকে  বিস্তারিত আলোচনা


অ্যালিয়াম সিপা

অ্যালিয়াম সিপা উদ্ভিদের বর্ণনা

অ্যালিয়াম সিপা উদ্ভিদটি একটি বর্ষজীবি সবজি জাতীয় উদ্ভিদ,যা সংকুচিত, রান্নার সামগ্রী, গোলাকার অথবা আয়তাকার হয়ে থাকে, বহুকোষ দ্ধারা গঠিত । বাহ্যের মত গোলাকার মূল মাটির নিচে উৎপন্ন হয়। পাতার সদৃশ ডাটাসমূহ সবুজ মাংসল এবং টিউবাকার, লম্বা। টাটকা লাল পিয়াজের বা পেয়াজের পরিপক্ক গোলাকার  অংশটি ঔষধে ব্যবহ্রত হয়।

অ্যালিয়াম সিপার প্রস্তুত প্রণালী

টাটকা লাল পেয়াজ সংগ্রহ করে পিসে উহার রস নিয়ে এই উদ্ভিদ রসের দ্বিগুন ওজনের বিশুদ্ধ সুরাসার সহযোগে ইহার মূল আরিষ্ট বা মাদার টিংচার তৈরী করা হয়। ১-ভাগ অরিষ্ট ৪-ভাগ পরিস্রুত পানি এবং ৫-ভাগ পরিস্রুত সুরাসার মিশ্রিত করে অ্যালিয়াম সিপা ঔষধের শক্তি প্রস্তুত করা হয়। হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নিয়ম অনুসারে পরিস্রুত  সুরাসার মিশ্রিত করে অ্যালিয়াম সিপার উচ্চ শক্তি তৈরী করা হয়।

অ্যালিয়াম সিপার বৃদ্ধি বা উপচয়

গরম ঘরে , গরম বাতাসে, সন্ধাকালে, ঋতুস্রাব বন্ধ হলে মাথা ব্যাথ্যা বাড়ে, পেট ব্যাথ্যা বাড়ে, কাচাফল বা শসার সালাদ খেলে। পায়ের ক্ষত বা ঘা জুতার ঘর্ষণে বৃদ্ধি পায়। 

অ্যালিয়াম সিপার হ্রাস বা উপসম

ঠান্ডা খোলা বাতাসে, পিয়াজ খেলে, ঋতুস্রাব শুরু হলে মাথা ব্যাথ্যা কমে। পেটের ব্যাথ্যা ভ্রমনে উপসম পায়। গোসলে এবং শীতল ঘরে উপশম হয়।

অ্যালিয়াম সিপার নির্দেশক বা পরিচায়ক বা রোগীচিত্র বা প্রধান চারিত্রিক বা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণাবলী

* দেহে ঠান্ডা লেগে অথবা বর্ষ াকালে স্যাতস্যাতে আবহাওযায় সর্দি, বার বার হাচি , কাশি ,নাকের শ্লেমা       হাজাকর এতে নাক ও উপরের ঠোট হেজে যায় বা ঘা হয়। চোখ দিয়ে পানি পড়ে, তবে চোখের স্রাব         হাজাকর নয়।

* সর্দিকাশির সাথে অন্যান্য রোগ , যেমন- চোখ জ্বালা , চোখের পাতা ফোলা, কান, মাথা, সামনের               কপালে বদনা ,নাক ব্যাথ্যা নাকে পলিপ, পাকস্থলির পীড়া ও স্বরভঞ্ছ ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।

* এক প্রকার তীব্র ব্যাথ্যা-বেদনা, সুক্ষ্ণভাবে মুখে, ঘাড়ে , মাথায়, বুকে ও দেহের চারদিকে সঞালিত হয়।

* অস্ত্রোপাচারের পর বা, হাড় করাত দিয়ে কেটে ফেলার পর অথবা আহত স্নায়ুর আঘাতজনিত ব্যাথ্যা।

* রোগীর গরম ঘরে, গরম বাতাসে কষ্ট রৃদ্ধি, ঠান্ডা খোলা বাতাসে উপশম।

* কাচা শসা বা শসার সালাদ অপছন্দ করে তবে কাচা পেয়াজ পছন্দ করে।

* ফুলের গন্ধ সহ্য হয় না ।

* ঋতুস্রাব বন্ধ হলে মাথাব্যাথ্যা/মাথাধরা আরম্ভ হয় , কিন্তু ঋতুস্রাব আরম্ভ হলে মাথাব্যথ্যা/মাথাধরা -            কমে যায়।

* দুর্বলতাবশতঃ সর্বদা শুয়ে থাকার ইচ্ছা।

* হাত ও পায়ের তালুতে জ্বালা যন্ত্রনা করে ।

* বামদিকে অধিক ক্রিয়া প্রকাশ করে।

* রোগের লক্ষণ বামদিক হতে ডানদিকে পরিবর্তন।

অ্যালিয়াম সিপা কি ধরনের রোগীর জন্য প্রযোজ্য

ঠান্ডা ও স্যাতস্যাতে আবহাওয়ার কারনে হাচি কিংবা যাদের প্রায়ই শ্লৈমিক ঝিল্লির প্রদাহের কারণে নাক, চোখ দিয়ে অনবরত পানি পড়ে, বার বার হাচি ,শিরঃপীড়া বা সম্মুখ কপালে ব্যাথ্যা ,চোখের জ্বালা , চোখের পাতা ফোলা ,অর্বুদ বা টিউমার ,মূত্র-নালীর পীড়া, প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়, তাহাদের জন্যই এই অ্যালিয়াম সিপা ঔষধটি প্রযোজ্য।


 বিস্তারিত জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন



Post a Comment

0 Comments