হোমিওপ্যাথিক মেডিসিন “বোরাক্স”
নিচে বোরাক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপনা করা হলো ঃ
বোরাক্সের সাধারণ নাম বা প্রতিনামঃ-
- সোডিয়াম বোরেট
- বোরাসিক এসিড
- বোরিক এসিড
- বাইবোরেট অব সোডা
- সোডিয়াম পাইরোবোরেট
- ন্যাট্রিয়াম বাইবোরিকাম
- সাধারণ নাম সোহাগা
বোরাক্সের প্রূভারঃ-
মহাত্মা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বোরাক্স সর্বপ্রথম প্রূভ করেন।
বোরাক্সের উৎসঃ-
বোরাক্সের উৎস হলো- সোহাগা থেকে ইহা প্রস্তুত করা হয়। বোরাক্সের উৎস খনিজ বা রাসায়নিক খনিজ। (borax)
বোরাক্স বলতে যা বোঝায়ঃ-
বোরাক্স একটি যৌগিক পদার্থ। সোহাগা থেকে ইহা প্রস্তুত করা হয়। ইহা সোডিয়াম, বোরণ ও অক্সিজেন সহযোগে গঠিত একটি যৌগিক পদার্থ। ইহাতে দশ অণু পানি বিদ্যমান থাকে। ল্যাবরেটরিতে সোডিয়াম কার্বনেটের দ্রবণের সাথে ক্যালসিয়াম বোরেট উত্তপ্ত করে বোরাক্স পাওয়া যায়। ইহা বর্ণহীন ও গন্ধহীন স্বচ্ছ স্ফটিক আঁকার পদার্থ । ইহা মুখের মধ্যে রাখলে ঠান্ডা অনুভূতিসহ লবণাক্ত ও ক্ষারজাতীয় স্বাদ অনুভূত হয়।(borax)
বোরাক্সের ভৌত ধর্মের বর্ণনাঃ-
বোরাক্স একটি যৌগিক পদার্থ। সোহাগা থেকে ইহা প্রস্তত করা হয়। বোরাক্স হলো সোডিয়াম , বোরণ ও অক্সিজেন সহযোগে গঠিত একটি যৌগিক পদার্থ । ইহাতে ১০ অণু পানি বিদ্যমাণ থাকে । ল্যাবরটরিতে সোডিয়াম কার্বনেট দ্রবণের সাথে ক্যালসিয়াম বোরেট উত্তপ্ত করেও বোরাক্স পাওয়া যায় । ইহা বর্ণহীন ও গন্ধহীন স্বচ্ছ স্ফটিক আকার অথবা সাদা গুড়াজাতীয় পদার্থ । ইহা মুখের মধ্যে রাখলে ঠান্ডা অনুভুতী সহ লবণাক্ত ও ক্ষারকজাতীয় স্বাদ অনুভুত হয় । শুষ্ক বাতাসে ইহা পুষ্পিত অর্থাৎ প্রসারিত হয় । খোলায় বা করাইতে শুকনো অবস্থায় ইহা আগুনে উত্তাপ দিলে ইহার জলীয় অংশ বিদূরিত হয় বা উড়ে যায় এবং ফুলে ফেপে সাদা স্তুপাকারে হয়ে যায় ( অনেকটা ধানের খইয়ের মত সাদা ফুলে উঠে ) পানিতে ইহা ২৫% ভাগ দ্রভীবূত হয় , কিন্তু সুরাসারে অদ্রবণীয় ।
বোরাক্সের প্রাপ্তিস্থানঃ-
যেহেতু বোরাক্স একটি কেমিক্যাল যৌগ । এছাড়া বোরাক্স একটি খনিজ উৎস । বিভিন্ন কেমিক্যালের রাসায়নিক বিক্রিয়ায় ইহা প্রস্তুত করা হয় । সে জন্য যে কোন কেমিক্যালের দোকানে ইহা পাওয়া যায় ।
বোরাক্সের প্রস্তুত প্রণালীঃ-
সোহাগা বা সোডিয়াম বোরেট থেকে বিচূর্ণাকারে এবং অরিষ্ট আকারে অর্থাৎ উভয় প্রকারে বোরাক্স প্রস্তুত করা যায় । ১ ভাগ ওজনের খাটি বোরাক্সের সাথে ৯ ভাগ ওজনের দুগ্ধ শর্করা সহযোগে বিচূর্ণ আকারে হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নিয়ম অনুসারে উচ্চ শক্তির বোরাক্স তৈরী করা হয় ।
বোরাক্সের ক্রিয়াস্থল বা ক্রিয়াস্থানঃ-
মিউকাস মেমব্রেন বা শ্লৈষ্মিক ঝিল্লীতে বিশেষত মুখের মধ্যে , চর্ম ,কিডনি , মূত্রথলী , মিউকাস , পাকস্থলী , মলদ্বার , অন্ত্র , রক্ত , শ্বাস যন্ত্রে বিশেষত ঃ শ্বাস পথে , স্ত্রী জনন অঙ্গে বিশেষত গর্ভাশয় ও ভ্যাজাইনার বা যোনী পথের শ্লৈষ্মিক ঝিল্লিতে এবং স্নায়ু তন্ত্রে বিশেষত পুষ্টি সমন্ধীয় স্নায়ুতে বোরাক্সের বিশেষ ক্রিয়া দেখা যায়।(borax)
বোরাক্সের ধাতুগত লক্ষণ বা প্রয়োগ ক্ষেত্রঃ-
যে সব রোগীর যে কোন পীড়ার সাথে নিম্নমুখী গতিতে খুবই আশঙ্কা অথবা নিচের দিকে নামতে পড়ে যাওয়ার ভয়ে ভীত ব্যক্তিদের ক্ষেত্রে বোরাক্স উপযুক্ত । বোরাক্স শিশু ও মহিলাদের ক্ষত্রে বেশী ক্রিয়া করে । যে সব রোগী গরম কাতর এবং সোরা রোগ গ্রস্থ তাদের জন্য বোরাক্স। যে সব মহিলাদের নাকের ডগা লালবর্ণ ও চকচকে এবং শ্বেত প্রদর স্রাব বশত বন্ধাত্ব তাদের জন্য বোরাক্স প্রয়োজনীয়। যে সব শিশু উত্তপ্ত মূত্র ত্যাগ করে, ঘন ঘন মূত্র ত্যাগ এবং মূত্র ত্যাগের পূর্বে শিশুর ক্রন্দন। প্রদাহিত স্থানে ক্ষত এবং অত্যন্ত গরম। ক্ষতের স্রাব ঝাজাল ও হাজাকর। (borax)
বোরাক্সের বৃদ্ধি বা উপচয়-
নীচের দিকে নামতে, হঠাৎ কোন প্রকার শব্দে, ধুলার সংস্পর্শে, ধূমপান করলে, গরম আবহাওয়ায়, গরম কালে গ্রীষ্মকালে, অত্যাধিক গরমে আর্দ্রতাপূর্ণ গরমে বা জলীয় বা আর্দ্রতাপূর্ণ গরম বায়ুতে, গরম ঘরে, প্রস্রাব ত্যাগের পূর্বে, মহিলাদের ঋতস্রাবের পর, মাঝরাতের পূর্বে, বিশ্রামের সময় বাম পার্শ্বে শয়নে বৃদ্ধি। (borax)
বোরাক্সের হ্রাস বা উপশম-
ব্যথার স্থানে হাত দিয়ে চেপে ধরলে, সন্ধার সময়, শীতল বা ঠান্ডা আবহাওয়ায়, শীতকালে এবং রাত্রে ১১টায় রোগ লক্ষণের উপশম।
বোরাক্সের অনুপূরক ঔষধ গুলো-
- আর্সেনিক
- ব্রাইয়োনিয়া
- ক্যালকেরিয়া কার্ব
- লাইকোপোডিয়াম
- নাক্স-ভূমিকা
- ফসফরাস
- সাইলেসিয়া ইত্যাদি।
- বোরাক্সের ক্রিয়ানাশক বা প্রতিষেধক ঔষধ গুলো-
- অ্যাসেটিক অ্যাসিড
- ক্যামোমিলা
- কফিয়া
- মদ/সোরা
- টকফল
- ভিনেগার
বোরাক্সের প্রয়োগ ক্ষেত্র-
চর্ম পীড়া, উদরশূলও উদরাময়, প্রস্রাবের জ্বালা যন্ত্রনা, কাশি, বিসর্প, প্লুরিসি, চুলে জটা বাঁধা, মহিলাদের শ্বেত প্রদর, কর্ণের পীড়া, চোখের রোগ, শিশুদের মুখের ক্ষত প্রভৃতি ক্ষেত্রে বোরাক্স প্রয়োগ করা হয়।
বোরাক্সের সারমর্ম
বোরাক্স ভীরু, মুখের ক্ষত আর অতিসার একসাথে।
হঠাৎ শব্দে ভীত, অভিভূত, অতি স্নায়ুর দোষেতে।
ভ্রূ চুলে জটা বাঁধে, ভীত নিম্ন গতিতে। শিশুর ঘা মূত্রদ্বারে, মুখে।
রোগী গরম কাতর, জিহবায় ক্ষত আরো তালুতে।
যুবতীর লালবর্ণ, চকচকে নাকের ডগায়।
ডিমের লালার মতো প্রদর গরম স্রাব লালনার।
শ্বেত প্রদর স্রাব হেতু বন্ধাত্ব নারীর।
হলদে ঘন ঘন চটচটে তরল মল আবার।
শিশুদের ঘন ঘন গরম মূত্রে ক্রন্দন আরো।
শিশুকে স্তন্যদানে অন্য স্তনে বেদনা আবার।
শীতল বাতাসে, রাত্র ১১ টার শীতকালে,
সন্ধায় হ্রাস পায় ব্যাথার স্থানে চাপলে।
বাড়ে রোগ মূত্রের আগে, গরম কালে অতি গরমে।
গরম ঘরে বাম পাশে শয়নে বা শুইলে।
ধুমপানে, জলীয় বায়ুতে দু:খ বাড়ে।
ধুলায়, ঋতু স্রাবের পরে রোগ বাড়ে।
ঘা হয় চর্মের আছড়ে, তাতেই পাকে, পুঁজ পড়ে।
আমরা হোমিওপ্যাথি মেডিসিন বোরাক্স সম্পর্কে জানতে পারলাম। আমরা চেষ্টা করেছি বোরাক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। আরো অনেক আলোচনা আছে বোরাক্সের। কারো কোথাও কোন কিছু জানার থাকলে আপনারা কমেন্টস করতে ভুলবেন না। আমরা পরবর্তী পোস্টে আপনাদের জিঞ্জাসা বা প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ان شاء الله (borax)
বিস্তারিত জানতে নিচের ঠিকানায় যোগাযোগ
0 Comments