বোরাক্সের রোগী চিত্র Borax patient image
- নিম্ন গতিতে ভীতি , সিঁড়ি দিয়ে নীচে নামার সময় ভয় পায়। শিশুকে দোলনাতে দোলা দিলে ভয় পায় এবং ঘুমন্ত শিশুকে শোয়াইতে গেলে চমকে উঠে । ইহা অতিশয় স্নায়ুবিক দুর্বলতার কারণে হয়।
- সামান্য কারণে অত্যন্ত উৎকন্ঠা , উত্তেজিত ও উদ্বিগ্ন। হঠাৎ সামান্য শব্দে ভয় পায় , অভিভূত হয়। বজ্যের ও বন্দুকের শব্দে চমকিয়া ঘুম থেকে জেগে উঠে।
- সদ্যজাত শিশুর মুখমন্ডল , ঠোট , নাকের ডগা , হাত ও পায়ের আঙ্গুলের অগ্রভাগ নীলচে রঙ্গের।
- প্রদাহিত স্থান , যেমন মুখ গহব্বর , মুখের তালু , জিহবায় , স্ত্রী জনন নেন্দ্রিয় , শিশুর মূত্রনালী ও মলদ্বারে ক্ষতের সৃষ্টি হয় এবং সে স্থানে অত্যান্ত গরম। ক্ষত থেকে প্রচুর স্রাব নিঃসৃত হয় ও স্রাব হাজাকর।
- বোরাক্স ঔষধটি শিশু ও মহিলাদের জন্য অধিক উপযোগী , শিশুর পুষ্টির অভাবে শীর্ণতা বা ম্যারাস মাস।
- দুধ পান রত শিশুর মুখে ও জিহবার ক্ষতে এত গরম যে , মাতা স্তনের বোটায় গরম অনুভব করে। জিহবার ও মুখের ক্ষত থেকে রক্ত ও লালা বের হয়।
- বোরাক্স গরম কাতর ঔষধ তাই গরম প্রয়োগে ও গ্রীষ্মকালে ইহার রোগীর নিকট কষ্টকর।
- শিশুর মুত্রনালী ও মলদ্বারের ক্ষতের জন্য মল মূত্র ত্যাগের পূর্বে শিশু কাদে , মু্খের ক্ষতের জন্য দুধ পানরত শিশু দুধ ছেড়ে দিয়ে কাঁদে । শিশুর উদরাময়ে ঘনঘন হলদে চটচটে পাতলা এবং দুর্গন্ধ যুক্ত মল।
- মহিলাদের চটচটে ডিমের সাদা অংশের লালার মতো পরিমাণে প্রচুর শ্বেত প্রদর স্রাব যা গরম পানির মতো উরু বা পা বেয়ে বা গড়িয়ে নেমে আসে আসে।
- ঋতুর পূর্বে ও সময়ে পাকস্থলী থেকে কোমর পর্যন্ত ব্যথা বেদনা
- যত্ন নিলেও ভ্রূ ও মাথার চুলে জটা বাঁধে,যুবতীদের নাকের পিচুটি, নাকের ডগা চকচকে ও লাল বর্ণের। পানির মতো তরল সর্দি বের হওয়ার পর ও মাঝে মাঝে নাক বন্ধ।
- মাথায়, নাসারন্ধে বা দেহের বিভিন্ন স্থানে মামড়ী ও চটা পড়া চর্ম পীড়া। গায়ের চর্ম অপরিষ্কার, গায়ে আচর লাগলে চামড়ায় ঘা হয়, পুঁজ পড়ে।
- প্লুরিসি জনিত খোঁচা মারার মত বুকে বেদনা।
- রাত্রে ১১-টার পর রোগ লক্ষণ কমে, বিশেষত উন্মাদ রোগীর স্নায়ুবিক উত্তেজনা হ্রাস পায়।
- যানবাহনে ভ্রমনে বমি এবং রাত্রে স্বামীর সাথে যৌন মিলনের স্বপ্ন দেখে।
- মুখমণ্ডল, গায়ে, হাতে রোগী মনে করে মাকড়সার জাল আছে, তাই হাত দিয়ে বার বার সরানোর চেষ্টা করে।
মুখের ক্ষতে এবং শ্বেতপ্রদরে বোরাক্সের ব্যবহারঃ-
- মুখে সাদা ছত্রাকের মতো উদ্ভেদ, থকথকে ক্ষত ও অতিসার।
- জিহবায়, মুখের মধ্যে ও মুখ গহব্বরে ক্ষত।
- মুখ গহব্বর খুবই গরম ও স্পর্শ কাতর, স্পর্শ ও আহার বা শিশু দুধ পান করার সময় মুখ ও ক্ষত থেকে রক্ত পাত হয়।
- দুধ খাওয়া বন্ধ করে শিশু কাদে। মাতা যখন শিশুকে দুধ পান করান তখন স্তনের বোটায় গরম অনুভূত করেন।
- মুখে শ্বাদশূন্যতা বা তিতা, ঐ ক্ষত স্পর্শে, টক বা লবণাক্ত খাবার খেলে কষ্ট বাড়ে।
- মুখের ক্ষতের সাথে নিম্ন গতিতে ভয়।
শ্বেত প্রদরে বোরাক্সের ব্যবহারঃ-
মহিলাদের চটচটে ডিমের সাদা অংশের লালার মতো প্রচুর গরম শ্বেত প্রদর স্রাব, যা গরম পানির মতো পা বা উরু বেয়ে নেমে আসে। ঋতু স্রাবের পূর্বে ও পরে প্রদর স্রাব। এসব লক্ষণ মহিলাদের ঋতুস্রাবের পর ও গ্রীষ্মকালে বৃদ্ধি। শ্বেত প্রদর স্রাব ঝাঁঝালো ও হাজাকর। বোরাক্সের শ্বেত প্রদর স্রাব গর্ভ সঞ্চারে বাধার সৃষ্টি করে এবং শ্বেতপ্রদর বশত মহিলাদের বন্ধাত্ব।
স্ত্রী রোগে বোরাক্সের ব্যবহারঃ-
মহিলাদের চটচটে ডিমের সাদা অংশের লালার মতো, প্রচুর গরম শ্বেত প্রদর স্রাব, যা গরম পানির মতো পা বা উরু বেয়ে নেমে আসে। ঋতু স্রাবের পূর্বে ও পরে প্রদর স্রাব। এসব লক্ষণ ঋতস্রাবের পর ও গ্রীষ্মকালে বৃদ্ধি। শ্বেত প্রদর স্রাব ঝাঁঝালো ও হাজাকর। বোরাক্সের শ্বেত প্রদর স্রাব গর্ভ সঞ্চারে বাধার সৃষ্টি করে এবং শ্বেতপ্রদরে বসত মহিলাদের বন্ধাত্ব দেখা দেয়। ঋতু স্রাব সময়ের পূর্বে দেখা যায়, প্রসব বেদনার মতো ব্যথা। কানে বন বন শব্দ তৎসহ বমি বমি ভাব। বিবমিষা, উদর ও মাথা বেদনা। ঋতস্রাব অধিক, রক্তের সাথে খন্ড খন্ড শ্লৈষ্মিক ঝিল্লির মতো টুকরা। যৌনি পথে চুলকানি,ক্ষত ও প্রদাহ, প্রস্রাবের ব্যথা। বোরাক্সের দুগ্ধ বতীর স্তনের দুধ খুব ঘন, তিতা ঐ দুধ শিশু পান করতে চায় না। সন্তানকে স্তনের দুধ পান করানোর পরে ঐ স্তন হাত দিয়ে চেপে ধরে ও ঐ স্থানে বেদনা। সাথে সাথে অপর স্তনের চিরিক মারা বেদনা।
বোরাক্সের শিশু চিত্র বা শিশুর চরিত্র অংকনঃ-
শিশুর নিম্ন গতিতে ভীতি, শিশুকে দোলনায় দোলা দিলে ভয়।ঘুমন্ত শিশুকে শোয়াইতে গেলে চমকে উঠে। শিশু হঠাৎ সামান্য শব্দে ভয় পায়। বজ্রের ও বন্দুকের শব্দে চমকিয়ে ঘুম থেকে জেগে উঠে। সদ্যজাত শিশুর মুখমণ্ডল, ঠোঁট নাকের ডগায়, হাত ও পায়ের আঙ্গুলের অগ্রভাগ নীলচে রঙ্গের (Cyanic)। শিশুর মূত্রনালী ও মলদ্বারে ক্ষতের জন্য মল মূত্র ত্যাগের পূর্বে শিশু কাঁদে। শিশুর মুখের ও জিহবার ক্ষতের জন্য দুধ পানরত শিশু দুধ ছেড়ে দিয়ে কাঁদে। শিশুর মুখে ও জিহবার ক্ষতে এত গরম যে, মাতা স্তনের বোটায় গরম অনুভব করে। শিশুর পুষ্টির অভাবে শীর্ণতা বা ম্যারাসমাস। শিশুর উদরাময়ে ঘন ঘন হলদে চটচটে পাতলা মল এবং দুর্গন্ধ যুক্ত।
বোরাক্সের মর্মবাণী
অত্যন্ত উৎকন্ঠা, উত্তেজিত ও উদ্বিগ। মুখের বিভিন্ন স্থানে ক্ষত। অতিসার ও নিম্ন গতিতে ভয়, রোগী গরম কাতর। শিশুর পুষ্টির অভাবে ম্যারাসমাস বা শীর্ণতা মহিলাদের বন্ধাত্ব ।
0 Comments