Ad Code

Responsive Advertisement

একোনাইট নেপিলাস(Aconite Napellus)

 Aconite homeopathic medicine uses একোনাইট নেপিলাস এই ঔষধ টি হলো হোমিও ঔষধ 




নিচে এই ঔষধের বিস্তারিত তুলে ধরা হলো 

👉যে সকল যুবক-যুবতী বিশেষত: বালিকা, পূর্ণ রক্তপ্রধান ধাতু এবং বসিয়া বসিয়া সময় কাটায়, যে সকল ব্যক্তি আবহাওয়ার পরিবর্তনের সহজেই পীড়িত হয় , যাহাদের চুল ও চক্ষুর তারা কাল ও পেশী তন্তু সমূহ দৃঢ় গঠিত বিশেষ ভাবে তাহাদের তরুণ ও তীব্র রোগে উপযোগী। (aconite 30)

👉রোগ টি আসে,শুষ্ক ঠান্ডা বাতাস, শুষ্ক উত্তর বা পশ্চিমা বাতাস লাগার ফলে অথবা ঘরমাঅবস্থায় ঠান্ডা বায়ু প্রবাহ শরীরে লাগানোর ফলে কুফল জানিত পীড়া(aconite 30)


👉অতিশয় ভয় এবং মানসিক উৎকন্ঠা তৎসহ অত্যন্ত স্নায়বিক উত্তেজনা; বাহিরে যাইতে, যে স্থানে কোন উত্তেজনা আসে এরুপ জনতার মধ্যে যাইতে, রাস্তা পার হইতে ভয় পায়। 


👉মুখমণ্ডল ভীতিব্যঞ্জক,ভয়ে জীবন দুর্বহ হইয়া পড়ে, সে মনে করে তাহার রোগ নিশ্চিতই সাংঘাতিক হইবে,সে কোন দিন মরিবে তৎসম্বন্ধে ভবিষ্যদ্বাণী করে, গর্ভ অবস্থা মৃত্যুভয়। 


👉অস্থির, উৎকন্ঠিত, সবকিছুই অতি তাড়াতাড়ি করে, পুন:পুন: অবস্থান পরিবর্তন করে, সব কিছুতেই চমকিয়া উঠে। (aconite homeopathic medicine uses)


👉বেদনা অসহ্য বোধ হয়, উহাতে সে পাগল হইয়া উঠে, অস্থির হইয়া উঠে রাত্রিকালে বেদনা। 


ডাক্তার হ্যানিম্যান বলিয়াছেন, যখনই হোমিওপ্যাথিক মতে একোনাইট নির্বাচন করিবে, তখনই তুমি সকলের আগে মানসিক লক্ষণগুলি লক্ষ্য করিবে, সতর্কতার সহিত লক্ষ্য করিবে যে ঐগুলি ঠিক সদৃশ কিনা, মানসিক ও দৈহিক উৎকন্ঠা, অস্থিরতা এবং কিছুতেই শান্ত হয় না অস্বস্তি বর্তমান আছে কিনা। 


💦অতি সামান্য অসুখেও এই মানসিক উৎকন্ঠা, উদ্বিগ্নতা এবং ভয় বর্তমান থাকে। সঙ্গীত অসহ্য বোধ হয়,  উহাতে রোগীনি বিষন্ন হইয়া পরেন। অর্ধ শায়িত অবস্থা হইতে উঠিয়া বসিলে মুখমণ্ডল মৃতের মুখের ন্যায় বিবর্ণ হইয়া পড়ে অথবা তাহার মূর্ছার মতো হয়,  মাথা ঘুরিয়ে পড়িয়া যায়।  তাহার দ্বিতীয়বার উঠিয়া বসিতে ভয় হয়,  ইহার সহিত কখনো কখনো দৃষ্টিলোপ ও অজ্ঞান হইয়া পড়ে থাকে। 


💦রক্ত প্রধানধাতু বালিকাদের ঋতুলোপ-ভয় পাওয়ার পর ; হই দ্বারা রজ:রোধ নিবারিত হয়। প্রদাহের রক্তসঞ্চয় অবস্থা, প্রদাহটি স্থান পরিগ্রহ করার পূর্বে উপযোগী। 


💦জ্বর,চর্ম  শুষ্ক ও উত্তপ্ত, মুখমণ্ডল লাল অথবা পর্যায়ক্রমে বিবর্ণ  ও লাল; প্রচুর পরিমাণে ঠান্ডা জল পান করার জ্বালাকর পিপাসা,  অত্যন্ত স্নায়বিক অস্থিরত,  যাতনায় এপাশ ওপাশ করিয়া থাকে, সন্ধ্যার দিকে এবং নিদ্রা যাইবার কালে এই ভাব অসহ্য হইয়া উঠে। 


💦তরকা-শিশুর দাঁত উঠিবার সময়-উত্তাপ, উৎক্ষেপ,  একটিমাত্র মাংসপেশীতে ঝাকি দিয়া উঠে,  শিশু তাহার হাতের মুষ্টি কামড়াইতে থাকে, খিট্ খিট্  করে,  চিৎকার করিয়া উঠে;গাত্রচম উত্তপ্ত হয়ে শুষ্ক,  প্রবল জ্বর।(is homeopathic aconite safe)


💦কাশি, স্বরূপ-শুষ্ক,  স্বরভঙ্গযুক্ত , শ্বাসরোধকর , উচ্চশব্দকরী ,কর্কশ,  বেঙ্গের ডাকের ন্যায়,  কঠিন খন্ খন্  শব্দ যুক্ত শীষ দেওয়ার ন্যায়; এইরূপ শব্দ প্রশ্বাসত্যাগকালে (কষ্টিকাম) ; শ্বাসগ্রহনকালে (স্পন্জিয়া) । শুষ্ক শীতল বায়ু অথবা প্রবল বায়ু প্রবাহ হইতে রোগের উৎপত্তি।


💦একোনাইট কখনো জ্বরের উত্তাপ কমাইবার জন্য প্রয়োগ করিবে না,  ঐ উদ্দেশে অপর কোনো ঔষধের সহিত পর্যায়ক্রমে ব্যাবহার করিবে না। যদি ক্ষেত্রটি একোনাইট এর হয়,  তাহা হইলে অন্য কোন ঔষধের প্রয়োজন হইবে না,  একোনাইট দ্ধারাই রোগী আরোগ্য হইবে। 

Post a Comment

0 Comments