Ad Code

Responsive Advertisement

হোমিওপ্যাথিক চিকিৎসা ডাক্তার হ্যানিম্যান Homeopathic Treatment

হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে ডাক্তার হ্যানিম্যান এর উপদেশ 

ডাক্তার হ্যানিম্যান 

চিকিৎসা সম্পর্কে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 


মহাত্মা হ্যানিম্যান মানবদেহের সমস্ত পীড়াগুলিকে দুই ভাগে বিভক্ত করিয়াছেন। যথা-
  * তরুণ বা অচির ব্যাধি (Acute disease)।
  * প্রাচীন বা চির ব্যাধি  (Chronic disease)।

তরুণ ব্যাধি
তরুণ ব্যাধি সম্পর্কে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেন- জীবনীশক্তি কখনও মৃদু কখনও দ্রুত ভীষণ বেগে হঠাৎ আক্রমণ করিয়া কিছু সময়, কিছু দিন কিছু মাস অবস্থিতি করিয়া কত গুলি বিনা ঔষধে ও কতগুলি ঔষধের সাহায্যে আরোগ্য হয় কিংবা আক্রমণ প্রবল হইলে জীবনীশক্তি নিতান্ত নিস্তেজ হয়, তাহাতে ঔষধ সেবন বিফল হওয়ায় রোগীর মৃত্যু হয়। (Homeopathic Treatment )
প্রাচীন চিরব্যাধি 
প্রাচীন চিরব্যাধি সম্পর্কে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলেন- প্রায়ই রোগীর অজ্ঞাতসারে অতি ধীরে ধীরে জীবনী শক্তিকে আক্রমণ করে। এই প্রাচীন চির রোগের কারণ আবার তিনটি । যথা-
  1. সোরা 
  2. সিফিলিস 
  3. সাইকোসিস
সোরো, সিফিলিস, সাইকোসিস ইহাদের মধ্যে কোনো একটির দ্বারা আক্রান্ত হইলে রোগী একটার পর একটা, তাহার পর একটা, এইরুপে ক্রমাগতই নানা অসুখে আজীবন ভূগিতে থাকে। (Homeopathic Treatment)
উক্ত তিনটি বিষ কখনও একটি, কখনও দুইটি, কখনও বা তিনটি একত্রে মিলিত হইয়া দেহের একটি গুপ্ত নিভৃত কক্ষে দৃষ্টির অন্তরালে থাকিয়া বায়োস্কোপের চিত্র পরিবর্তনের মতো মানব শরীরের ক্রমাগত ব্যাধিরুপী চিত্রের পরিবর্তন করে। 

সোরা সিফিলিস সাইকোসিস জনিত রোগ বিনা ঔষধে আরোগ্য লাভ হয় না, দীর্ঘ কাল ধীরে ধীরে ঔষধ সেবনের আবশ্যক হয়।(Homeopathic Treatment)

Post a Comment

0 Comments