Ad Code

Responsive Advertisement

অজীর্ণ ( বদ হজম) Indigestion (bad digestion)

অজীর্ণ  বা বদ হজমের বিস্তারিত


অজীর্ণ বা বদ হজম


রোগ বিবরণঃ-

অনিয়মিত বা অতিরিক্ত ভোজন, তৈলাক্ত, চর্বিযুক্ত আহারাদি ভক্ষণ, রাত্রি জাগরণ, অতিরিক্ত চা, কফি, মদ্য পান, ধুম পান, গুরুপাক দ্রব্যাদি ভোজন ইত্যাদি। কারণ বশতঃ খাদ্য ভালো রুপে পরিপাক না হইয়া অজীর্ণ রোগ জন্মায়। ক্ষুদা লোপ বা রাক্ষুসে ক্ষুদা , গরম মসলা যুক্ত দ্রব্যাদি আহারের ইচ্ছা, বুক গলা জ্বালা ,অম্ল, উদগার, আহারান্তে পেট বেদনা, বুক ধড়ফর করা ইত্যাদি লক্ষণ দেখা দেয়।

লক্ষণ অনুসারে চিকিৎসা


নাক্স ভমিকা (NUX VOMICA) ঃ-

হিংসুটে স্বভাব ভীষণ রাগী, কলহ প্রিয়, শীত কাতর, মদ্য পায়ী, নেশাখুর, অতিরিক্ত রাত্র জাগরণ, অধিক মসলা যুক্ত খাদ্য গুরুপাক দ্রব্যাধি বোজন বা অধিক ভোজন জনিত অজীর্ণ। খাদ্য দ্রব্য ভাল রুপে পরিপাক না হইয়া আহারের দুই এক ঘন্টা পরে পেট ব্যথা, মুখে টক জ্বাল উঠে উত্যাদি লক্ষণে ইহা উপকারী।( Nux Vomica )

কার্বোভেজ (CORBO VEG) ঃ-

কোন প্রকার কঠিন অসুখে রোগী পাখার বাতাস চায়।
মুক্ত হাওয়ার জন্য আকাঙ্খা। অন্ধকারে ভূতের ভয়, স্মৃতিশক্তি হ্রাস, শীত কাতর , এই ধাতুর রোগীদের কার্বোভেজ একটি মহৎ উপকারী ঔষধ। খাদ্য দ্রব্য ভালরূপে পরিপাক না হইয়া পেট ফাপে, বিশেষ করে নিচের পেট, দুর্গন্ধ বা বাতকর্ম বা ঢেকুর উঠিলে আরাম বোধ ইত্যাদি লক্ষণে এই ঔষধ ব্যবহার করা হয়। ( Carbo Veg )

লাইকোপোডিয়াম (LYCOPODIUM) ঃ-

রোগী অতিশয় কৃপন, ভিরু,  একা থাকিতে ভয়, মেজাজ রাগী, নতুন লোকের আগমনে ভয়, মনের আনন্দে ক্রন্দন,  গরম খাবার পছন্দ,  গরমে কাতর, অজীর্ণ পীড়ায় বেশ ক্ষুদা হয়। সামান্য আহারে মনে হয় পেট ভরিয়া গিয়াছে । কোষ্ঠবদ্ধ মাঝে মাঝে তরল মলের সঙ্গে কঠিন (শক্ত) মলও দেখা যায়। পেট ফাঁপে, টক ঢেকুর উঠে , ভুট ভাট করে পেট ডাকে। বিকাল ৪ টা থেকে রাত ৮ টার মধ্যে রোগের বৃদ্ধি ইত্যাদি লক্ষণে লাইকোডিয়াম ঔষধটি প্রয়োগ করা হয়। ( Lycopodium )

নেট্রাম কার্ব (NATRUM CARB) ঃ-

গোলমাল পছন্দ করে না, গান বাজনা ‍নিতান্ত অপছন্দনীয়। শীত কাতর দুধ খাইলে অজীর্ণ বা উদরাময়, সর্বদা পেট ভার বোধ বায়ু সঞ্চয় হইয়া পেট ফোলিয়া উঠে । কখনো কোষ্ঠবদ্ধ কখনো টক্ গন্ধযুক্ত তরল মল, শাক সবজি পানাহারে রোগ বৃদ্ধি  ইত্যাদি লক্ষণে নেট্রাম কার্ব ব্যবহার করা হয়।( Natrum Carb )

ইপিকাক (IPECAC) ঃ-

ঘৃত পক্ক পোলাও, মাংস, অধিক মিষ্টি বা মিষ্টান্ন, গুরুপাক দ্রব্যাদি আহার করিয়া পেট বেদনা, পাতলা পায়খানা, বমি ও বমি বমি ভাব  হইলে ইপিকাক উপকারী।( Ipecac )

পালসেটিলা (PULSATILA) ঃ-

শান্ত স্বভাব কোমল মন, অভিমানী অল্প কথায় মনে ব্যথা, গরম কাতর মুক্ত বাতাস পছন্দ করে। এই ধাতু রোগীদের উহা অধিক  উপকারী । চর্বিযুক্ত মাংস , ঘৃত পক্ক পোলাও অধিক মিষ্টি বা মিষ্টান্ন ভোজন জনিত অজীর্ণ বা উদরাময় পেট বেদনায় পালসেটিলা। ( Pulsatila )

ম্যাগনেসিয়া কার্ব (MAGNESIA CARB) ঃ-

খিটখিটে স্বভাব , বদ মেজাজী , শীত কাতর , মাংস খাবার অত্যন্ত পছন্দ করে ,  এই ধাতুর রোগীদের ম্যাগনেসিয়া কার্ব অত্যন্ত উপকারী। দুগ্ধ পান অসহ্য , পেট ফাঁপে বুক জ্বলে টক ঢেকুর উঠে , মুখে টক আস্বাদ রুটি , আলু , দুধ খাইলে পেটে বায়ু জমে , শূল বেথা হয়। প্রবৃতি লক্ষণে ও ম্যাগনেসিয়া কার্ব কাজ করে।( Magnesia Carb )

চায়না (CHAINA) ঃ-

সমস্ত পেট ফাঁপা, পাতলা পায়খানার সাথে অজীর্ণ খাদ্য নির্গত হয় । ফল খাইলে পেটের অসুখ বাড়ে । অথবা ,ফল খাইয়া অজীর্ণ বা উদরাময়।রোগী দিন দিন দুর্বল হইতে থাকে। খাদ্য দ্রব্য হজম হয় না আস্ত বা অর্ধ ভাঙ্গা নির্গত হয় । ইহাতে চায়না অনেক উপকারী ( Chaina )

ক্যারিকা পেঁপেয়া ( CARRICA PAPAYA ) ঃ-

যাহাদের হজম শক্ত ী দুর্ব ল , মাংস , ডিম , গুরুপাক দ্রব্যাদী এমন কি সামান্য দুধ ও হজম করিতে পারে না। অল্প অল্প করিয়া দিনে রাতে কয়েকবার পায়খানায় যায় । অজীর্ণ তরল মল , চক্ষু হলদে , জিহবা ও হলদে ময়লা , রক্ত স্বল্পতা , দুর্বল , পেট ফোলা , দুগ্ধ খাইলে অজীর্ণ বা উদরাময় দেখা দেয় । এসকল লক্ষণে ক্যারিকা পেঁপেয়া উপকারী। ( Carrica Papaya )

সালফার ( SULPHER ) ঃ-

খিট্ খিটে স্বভাব অল্পতে উত্তেজিত হইয়া যায় । অত্যন্ত স্বার্থপর , গরমে কাতর , অপরিষ্কার অপরিছন্ন রোগী যারা প্রায়ই নানাবিদ চর্ম পীড়ায় ভোগে । পায়ের তলায় জ্বালা , শরীরে দুর্গন্ধ ঘাম। রুটি , আলু , ঘৃত প্রবৃতি দ্রব্য আহার করিলে পেট ফাপে টক ঢেকুর উঠে । গন্ধকের বর্ণ পায়খানা বাতকর্মে ভীষণ দুর্গন্ধ এই প্রকৃতির রোগীদের নতুন বা পুরাতন অজীর্ণ পীড়ায় ইহা অব্যর্থ ।( Sulpher )

বাইওকেমিক চিকিৎসা


নেট্রাম ফস ( NATRUM PHOS ) ঃ-

টক ঢেকুর উঠে , বুক জ্বলে , মুখে টক জল উঠে । হরিদ্রা জিহবা,  আহারের পর পেট বেদনা। অম্ল গন্ধযুক্ত বাহ্যে,  মাঝে মাঝে অম্ল বমি ইত্যাদি লক্ষণে ইহা উৎকৃষ্ট। ( Natrum Phos )

নেট্রাম মিউর (NATRUM MUR ) ঃ-

অত্যাধিক লবণ প্রিয়,  তিক্ত ঝাল খাইবার প্রবল ইচ্ছা।  রুটি খাইতে অনিচ্ছা,  রুটি খাইলে অজীর্ণ পীড়া দেখা যায়।  মুখে জল উঠে,  মাথা ধরে,  অতিশয় জল পিপাসা ইত্যাদি লক্ষণে ইহা উৎকৃষ্ট ঔষধ। ( Natrum Mur )

ক্যালকেরিয়া ফস ( CALCAREA PHOS ) ঃ-

রক্ত হীন দুর্বল জীর্ণ শীর্ণ রোগীদের হজম শক্তির দুর্বলতা, আহারে অনিচ্ছা, উদরে বায়ু জমে ইত্যাদি লক্ষণে ইহা উৎকৃষ্ট ঔষধ। ( Calcarea Phos )

ক্যালি মিউর ( KALI MUR ) ঃ-

ঘৃত পক্ক বা অধিক তৈলাক্ত খাদ্য দ্রব্য আহার জনিত অজীর্ণ পীড়া তৈলাক্ত উগদার উঠে , জিহবা সাদা বর্ণের প্রলেপ যুক্ত রোগীদের ইহা অধিক উপযোগী একটি ঔষধ। ( Kali Mur )


পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা 


নিয়মিত আহার করা বিধেয়। ভালো ভাবে চর্বন করিয়া আহার করা উচিত। সকাল সন্ধ্যায় সাধ্যমতো ব্যায়াম করা ভালো। পুরাতন সরু চাউলের অন্ন, জীবিত শিং বা মাগুর মাছের ঝোল,  কাঁচা কলা, কাঁচা পেঁপে সুপথ্য। গুরুপাক দ্রব্যাদি ভোজন নিষিদ্ধ। 


“উল্লেখ্য যে , সকল  ঔষধ একত্রে সেবন করা যাবে না , এই জন্য যে কোন হোমিও  ঔষধ, সেবনের পূর্বে অবশ্যই হোমিও ডাঃ এর পরামর্শ অনুযায়ী সেবন করা উচিৎ”


বিশেষ প্রয়োজনে যোগাযোগ নিচের ঠিকানায় 




Post a Comment

0 Comments